ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

0
1187
প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ছবি

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার গণভবন থেকে তিনি এই মোনাজাতে অংশ নেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

এদিন বেলা ১১টা ১০ মিনিটে বিশ্ব ইজতেমার মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১১টা ৪০ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের খতিব ও তাবলীগ জামাতের কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ।

আগামী শুক্রবার শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব পরিচালনা করেন মাওলানা জোবায়েরের অনুসারী মুরুব্বিরা। দ্বিতীয় পর্ব পরিচালনা করবেন সাদ অনুসারীরা।

LEAVE A REPLY