পাকিস্তানের সাথেই টেস্টে লিটন দাস তুলে নিয়েছেন প্রথম সেঞ্চুরি।এই সেঞ্চুরি করতে তাকে খেলতে হয়েছে ১৯৯ বল। ইতিপূর্বে ক্যারিয়ারে ২৬ টেস্টে এর আগে ৯৫ ও ৯৪ রানে আউট হয়েছিলেন এই ব্যাটার। ভুল করেননি লিটন।
নিজেদের ১৪ রানেই প্রথম তিন ব্যাটার সাজ ঘরে ফিরলে শঙ্কা পড়ে বাংলাদেশ সিবিরে। পঞ্চম জুটিতে মুশফিকুর রহিম ও লিটন দাস দেশের পক্ষে সর্বচ্চো বড় রানে্র জুটি গড়েন। ফলে সম্মান জনক রান সংগ্রহের পথে এগুচ্ছে বাংলাদেশ দন।
স্কোর: ৮৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৪৮ রান।