দীর্ঘ দিনের সম্পর্কের পর অবশেষে বিয়ে করলেন সাবিলা নূর। গত ২৫ অক্টোবর ২০১৯ রোজ শুত্রুবার রাজধানীর অফিসার্স ক্লাবে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দীর্ঘ দিনের প্রেমিক নেহালের সাথে। নেহাল বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী।
সন্ধ্যা থেকেই শুরু হয় তারকাদের আনাগোনা। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সিয়াম আহমেদ আর স্ত্রী অবন্তী, অনিমেষ আইচ ও ভাবনা, রুম্মান রশীদ খান, শবনম ফারিহা ও তাঁর স্বামী অপু, তৌসিফ মাহমুদ ও তাঁর স্ত্রী জারা, ফখরুল বাশার মাসুম ও মিলি বাশার দম্পতি, সামিনা চৌধুরী, রুনা খান, প্রভা, তানজিন তিশা, সাফা কবিরসহ আরও অনেক তারকা সেই রাতে মিলিত হন এক ছাদের নিচে।
সাবিলা ও নেহাল পরিচয় হয় বন্ধু তৌসিফ মাহমুদের মাধ্যমে। এরপর থেকে প্রেম এবং অবশেষে বিয়ে।