বাতিল হওয়ার আশঙ্কা বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি

0
177

আগামী ৭ নভেম্বর ভারতের রাজকোটে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বাতিল হওয়ার আশঙ্কায় আছে। ভারতের গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে ৬ নভেম্বর গুজরাটে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ৭ নভেম্বর সারা দিন বৃষ্টি হতে পারে। এমনটি হলে ভারত-বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যেতে পারে।

প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ আর এতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দলের খেলোয়াররা । রবিবারে বাংলাদেশ-ভারতের টি-টোয়েন্টি ম্যাচটি ছিল ১০০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

প্রচণ্ড বায়ু দূষণের কারণে দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি নিয়েও শঙ্কা ছিল। বায়ুদূষণের কারণে রাজধানীর স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধও হয়ে যায়। তাই বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি নিয়ে চিন্তা পড়ে গিয়েছিলো আয়োজকরা। কিন্তু দিনের বেলায় রোদের প্রভাব বেশি থাকায় বায়ু দূষণ কমে আসে। শেষ পর্যন্ত ভালোভাবেই সম্পন্ন হয় সিরিজের প্রথম ম্যাচ।

LEAVE A REPLY