আজ রবিবার সকাল ১০টায় থেকে শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি সমাপনী (ইইসি) পরীক্ষা। সারাদেশে একযোগে ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। ইংরেজি বিষয়ের মাধ্যমে উভয় স্তরে শুরু হয়েছে এবারের পরীক্ষা।
এইবার মোট পরীক্ষার্থী ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন। প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নিচ্ছে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ পরীক্ষার্থী। আর ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন।
পরীক্ষা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।