এমপি লিটন হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড

0
186
নিহত এমপি মঞ্জুরুল ইসলাম লিটন । ফাইল ছবি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনায় মামলায় সাবেক সংসদ সদস্য আবদুল কাদের খান সহ ৭ জনকে মুত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।

ণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন একই আসনের জাতীয় পার্টির (জাপা) সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাংসদ আবদুল কাদের খান, তাঁর খানের একান্ত সচিব (পিএস) শামসুজ্জোহা, গাড়িচালক আবদুল হান্নান, গৃহকর্মী শাহীন মিয়া, মেহেদী হাসান, আনোয়ারুল ইসলাম রানা ও চন্দন কুমার সরকার।

উল্লেখ্য , ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের মাষ্টারপাড়ার বাড়িতে খুনের শিকার হন মঞ্জুরুল ইসলাম লিটন। দুটি মোটরসাইকেলে করে আসা আততায়ীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কর্নেল (অব:) ডা. আবদুল কাদের খাঁনের বলে তদন্তে ধরা পড়ে। চার্জশিটে কাদের খাঁনসহ সাত আসামিকে অভিযুক্ত করা হয়।

LEAVE A REPLY