তালিকা প্রকাশ করতে গিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গোলমাল করে ফেলেছে : প্রধানমন্ত্রী

0
189
প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ছবি: পিআইডি

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম থাকার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কীভাবে রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম চলে এলো তা রহস্যজনক। তালিকা প্রকাশ করতে গিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গোলমাল করে ফেলেছে। এটি খুব খারাপ কাজ হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এত তাড়াতাড়ি এটি প্রকাশ করার কথা না। তাও বিজয় দিবসের আগে। তালিকা ভালোভাবে যাচাই-বাছাই করতে বলেছিলাম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে। এত সুন্দর বিজয় দিবস উদযাপন করলাম, কিন্তু শহিদ পরিবার, মুক্তিযোদ্ধা পরিবার এতে কষ্ট পেয়েছে।

রাজাকারের তালিকা যাচাই-বাছাই করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, কোনো মুক্তিযোদ্ধাকে রাজাকার খেতাব দেওয়া হবে না। এটা হতে পারে না । এটা অসম্ভব, অন্তত আমার সময় না।’

বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা বলেন, ‘এটা নিয়ে যারা কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন তাঁদেরকে বলব- শান্ত হোন এবং বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখুন, মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় থাকতে পারে না, তাঁরা নিশ্চিন্তে থাকতে পারেন।’

রাজাকারদের তালিকা করতে গিয়ে, স্বাধীনতার পর যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের তালিকাও ঢুকে পড়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল তাদের অনেককেই পাকিস্তান দুর্বৃত্ত-সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে মামলা দিয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে আওয়ামী লীগের নেতাদের তালিকা ধরে ধরে কষ্ট দিয়েছে। এরশাদের সময়ও এটি হয়েছে

গত রোববার একাত্তরের রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতাবিরোধী ১০ হাজার ৭৮৯ জনের নামের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। কিন্তু তালিকায় কয়েক জেলায় মুক্তিযুদ্ধের সংগঠক ,মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার নাম হিসেবে পরিচিত। ফলে এই তালিকা নিয়ে ওই সব এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে এই তালিকা সংশোধনের দাবি জানিয়েছেন। এই তালিকা প্রকাশের তিন দিনের মাথায় গতকাল সন্ধ্যায় তা স্থগিত করা হয়েছে।

LEAVE A REPLY