হেলিকপ্টার দুর্ঘটনায় তাইওয়ানের সেনা প্রধানসহ ৮জন নিহত

0
190

তাইওয়ানের একটি সামরিক হেলিকপ্টার পাহাড়ী অঞ্চলে জরুরি অবতরণ করার সময় বিধ্বস্ত হয়ে দেশটির সেনা প্রধান জেনারেল শেন ই-মিং সহ ৮ সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Shen Yi-ming at new year's ceremony on 01/01

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৫৪ মিনিটে সংশান বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল ব্ল্যাক হক হেলিকপ্টার। এতে জেনারেল সেন ই মিংসহ সেনাবাহিনীর ১২ কর্মকর্তা ছিলেন। এরপর ৮টা ২২ মিনিটে আকাশযানটি জরুরি অবতরণ করে। এর আগে কন্ট্রোল রুমের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে আরো জানানো হয়, এখন পর্যন্ত বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। হেলিকপ্টারের ধ্বংসাবশেষের নিচে নিহতের দেহ পড়েছিল।

সেন্ট্রাল নিউজ এজেন্সির কর্মকর্তারা জানিয়েছেন, তাইওয়ানের বিমান বাহিনী আরও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং প্রায় ৮০ জন সেনা সদস্যকে ওই এলাকায় মোতায়েন করেছে।

LEAVE A REPLY