এবার নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

0
173
ফাইল ছবি

নওগাঁর পোরশা উপজেলার সীমান্ত এলাকায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার দুয়ারপাল সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মফিজ উদ্দিন। তার বাড়ি উপজেলার বিষ্ণুপুর গ্রামে। তিনি ভারত থেকে গরু এনে ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, রাতে পোরশা উপজেলার সীমান্তের ২৩১/১০এস মেইন পিলার এলাকা দিয়ে গরু আনতে ভারতের অভ্যন্তরে যান বেশ কয়েকজন ব্যবসায়ী। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় ১৫৯ বিএসএফ এর কেদারীপাড়া ক্যাম্পের সদস্যরা। এতে বাংলাদেশি গরু ব্যবসায়ী মফিজ উদ্দিন মারা যান।

LEAVE A REPLY