স্কুল থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে ১৪ শিশুর মৃত্যু

0
147
ছবিঃ সংগৃহিত

কেনিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে বাসায় ফেরার সময় পদদলিত হয়ে অন্তত ১৪টি শিশু মারা গেছে।

সোমবার বিকালে রাজধানী নাইরোবির উত্তর-পশ্চিমাঞ্চলে এই ঘটনাটি ঘটেছে। কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সময় প্রায় ৫টার দিকে শিশুরা স্কুল ছুটির পর ক্লাস থেকে বের হয়ে বাসায় ফেরার সময় পদদলনের ঘটনাটি ঘটে।

বিবিসির খবরে এমন তথ্য জানা গেছে। কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মগোহা ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্তান হারানো খুব বেদনাদায়ক। যেসব বাবা-মা সন্তান হারিয়েছেন, তাদের সমবেদনা।

এ ঘটনায় আহত আরও প্রায় ৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা সংকটজনক। আহত কিছু শিশুকে চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

তবে কীভাবে এই পদদলনের ঘটনা ঘটেছে, তা এখনও পরিষ্কার হওয়া যায়নি। স্থানীয় পুলিশ কমান্ডার ডেভিড কাবেনা বলেন, ঘটনার বিষয়ে একটি তদন্ত করা হবে।

কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা সরু একটি সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামার সময় সেটি ভেঙে পড়ে।

LEAVE A REPLY