১৫ বছরে পা দিলো গুগল ম্যাপস

0
291

নেভিগেশনের ক্ষেত্রে এই মুহূর্তে বিশ্বে সবথেকে জনপ্রিয় গুগল ম্যাপস। কম্পিউটার, স্মার্টফোন অথবা ট্যাবলেট, গুগল অ্যাপসের মাধ্যমে এখন খুব সহজে বিভিন্ন জায়গা খুঁজে ফেলা সম্ভব।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) ছিল গুগল ম্যাপসের ১৫ বছর পূর্তি। এই উপলক্ষে এদিন বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর পছন্দের ভেজ বারিটো রেস্টুরেন্টের একটি তালিকা টুইট করেন গুগলের সিইও সুন্দর পিচাই, তাও গুগল ম্যাপসের মাধ্যমে। সেইসঙ্গে জানালেন কীভাবে বিভিন্নভাবে গুগল ম্যাপসের সহায়তা নেন তিনি। পাশাপাশি গুগল ম্যাপস ব্যবহারকারীদেরও ধন্যবাদ জানিয়েছেন গুগলের সিইও।

এ দিকে, ১৫ বছর পূর্তিতে একগুচ্ছ নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে Google Maps-এ। সেইসঙ্গে বদলে গিয়েছে লুকস। যার ফলে ব্যবহারকারীরা নয়া অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন।

LEAVE A REPLY