করোনাঃ ভিআইপিদের জন্য আলাদা স্বাস্থ্য সেবার ব্যবস্থা হয়নি- স্বাস্থ্যমন্ত্রী

0
107

করোনা আক্রান্ত ভি,আই,ই ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য বিশেষায়িত কোন হাসপাতালের ব্যবস্থা নেই বলে জানিয়ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রী আজ একথা জানান।

তিনি বলেন, বিভিন্ন খবরের কাগজে ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে। এ বিষয়টি সঠিক নয়। সরকার এরকম কোন ধরণের ব্যবস্থা করে নাই। তিনি বলেন, “সকলের জন্য একই হাসপাতাল এবং একই চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।”

এছাড়া স্বাস্থ্যমন্ত্রী কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোন বিবৃতি না দিতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কেউ যাতে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোন ধরণের বিবৃতি না দেয়।

মি. মালেক বলেন, এসব কারণে “ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যা সরকারি নীতির বহির্ভূত”।

 

LEAVE A REPLY