করোনা অতিমারির কারণে এ বছর ও সীমিত পরিসরে হজ্বে অংশ নেবেন ৬০ হাজার জন ।করোনাভাইরাস মহামারীর কারণে গতবারের মতো এবারও বিদেশ থেকে হজযাত্রী নেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত বাংলাদেশকে জানিয়েছে সৌদি আরব।
সেসঙ্গে সৌদি আরবে অবস্থানরত বিদেশিরা স্বাস্থ্যবিধি মেনে বিশেষ পদ্ধতিতে হজ করার সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে।শনিবার বিকেলে সৌদি সরকার থেকে ধর্ম প্রতিমন্ত্রী ও ধর্ম সচিবকে এসব সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান।
দৈনিক আজকের কাগজ সম্পাদক ও প্রকাশক কাজী শাহেদ আহমেদ সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।কাজী...