করোনা অতিমারির কারণে এ বছর ও সীমিত পরিসরে হজ্বে অংশ নেবেন ৬০ হাজার জন ।করোনাভাইরাস মহামারীর কারণে গতবারের মতো এবারও বিদেশ থেকে হজযাত্রী নেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত বাংলাদেশকে জানিয়েছে সৌদি আরব।
সেসঙ্গে সৌদি আরবে অবস্থানরত বিদেশিরা স্বাস্থ্যবিধি মেনে বিশেষ পদ্ধতিতে হজ করার সুযোগ পাবেন বলেও জানানো হয়েছে।শনিবার বিকেলে সৌদি সরকার থেকে ধর্ম প্রতিমন্ত্রী ও ধর্ম সচিবকে এসব সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান।
Warning: A non-numeric value encountered in /home/protidinerkhobor/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353
সদ্য পদোন্নতিপ্রাপ্তসহ ডিআইজি পদে ৪১ জন ডিআইজিকে বদলি করা হয়েছে। বদলিকৃতরা হলেন- পুলিশের বিশেষ শাখার ডিআইজি হুমায়ুন কবিরকে পুলিশ স্টাফ কলেজে, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি...