টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল

0
77

বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বৃহষ্পতিবার (২৯ জুলাই) বিকাল ৪টায় ৩২ সদস্যের অস্ট্রেলিয়া দলটি এসে পৌঁছায়।

করোনাকালীন সুরক্ষার অংশ হিসেবে হোটেলে তিন দিনের কোয়ারেন্টিন করতে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই দলকেই। এরপর নামবে অনুশীলনে। আগামী মঙ্গলবার, ৩ আগস্ট শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। এদিকে দীর্ঘ এক মাসের সফর শেষ করে একই দিন সকাল ৯টায় জিম্বাবুয়ে থেকে ঢাকা এসে পৌঁছেছে বাংলাদেশ দল।

এই সিরিজে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে পাচ্ছে না টিম অস্ট্রেলিয়া। এছাড়াও ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ম্যাক্সওয়েলদের মতো অভিজ্ঞদের পাচ্ছে না সিরিজে। তেমনটা বাংলাদেশও পাচ্ছে না দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও লিটন দাসকে।

LEAVE A REPLY