আফগানিস্তান ছাড়তে কাবুল বিমান বন্দরে হুড়োহুড়িতে নিহত অন্তত ৫ জন

0
47

আফগানিস্তান ছাড়তে কাবুল বিমান বন্দরে হুড়োহুড়িতে অন্তত ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে গোলাগুলিতে, নাকি হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে, বিষয়টি পরিষ্কার নয় বলে জানিয়েছেন অপর একজন।

কাবুল বিমানবন্দরে মানুষের ভিড়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়ে আছে একটি উড়োজাহাজ। উড়োজাহাজটিতে উঠতে শত শত মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে। তারা সবাই উড়োজাহাজে উঠতে মরিয়া। উড়োজাহাজটিতে ওঠার সিঁড়ি লোকে লোকারণ্য। কে আগে উঠবেন, তা নিয়ে সিঁড়িতেই চলছে ধাক্কাধাক্কি।

এর আগে বিমানবন্দরটির দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেনারা সোমবার সকালে জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছুড়েছিল বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

 

LEAVE A REPLY