গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তান মার্কেটের সামনে নটর ডেম কলেজছাত্র নাঈম হাসানকে চাপা দেওয়ার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির চালক হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তিনি মূলত অবৈধ পন্থায় ডিএসসিসি থেকে ময়লার ট্রাক বরাদ্দ নিয়ে পরিচ্ছতাকর্মী রাসেল খানকে দিয়ে গাড়িটি চালাতেন। নাঈমের মৃত্যুর পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে যান হারুন।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, শুক্রবার ভোররাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে হারুনকে আটক করা হয়েছে।
ওইদিন নটর ডেম কলেজ শিক্ষার্থী নাঈম হাসান বাসা থেকে কলেজে যাচ্ছিলো। বেলা পৌনে ১২টার দিকে গুলিস্তানে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।