যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের একটি গির্জার পার্কিং লটে দুই নারীকে গুলি করে হত্যার পর নিজেকেও গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী। গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেওয়ার কিছুক্ষন পর আইওয়ায় এ হামলার ঘটনা ঘটে। রয়টার্স
স্থানীয় পুলিশ জানায়, বন্দুকধারীর হামলা যেন যুক্তরাষ্ট্রে নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক সপ্তাহের মধ্যেই বাফেলো সুপার মার্কেট, টেক্সাসের স্কুল ও টুলসার হাসপাতালে বন্দুকধারীর হামলার পর আইওয়ায় হামলা হলো। বৃহস্পতিবার বিকলে উইসকনসিনের রেসিনে একটি কবরস্থানে এক ব্যক্তিকে সমাধিস্থ করার সময় আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাঁদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য তদন্ত চলছে।