মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে টিকে রইল বাংলাদেশ

0
13
ছবিঃসংগৃহীত

২০ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলে জিতে আশা জাগিয়ে রাখলো বাংলাদেশ ফুটবল দল।  দুই মিনিটের মাথায় কর্নারের মাধ্যমে গোলের সুযোগ পায় বাংলাদেশ। এরপর বেশ কয়েকবারই আক্রমণে ওঠে বাংলাদেশের খেলোয়াড়রা।কিন্তু গোলের পাচ্ছিলোনা তারা। আক্রমণে পিছিয়ে থাকলেও প্রথম গোলটি আদায় করে নেয় মালদ্বীপ।

প্রথম গোল খাওয়ার পর কিছুটা এলোমেলো হয়ে যায় বাংলাদেশের খেলা। তবে খেলায় ফিরে আসে দ্রুতই। ম্যাচের ৪২তম মিনিটে আসে কাঙ্খিত গোল। সোহেল রানার ক্রসে তপু হেড দিলে সেটি খুঁজে পায় রাকিবের মাথা। হেডেই মালদ্বীপের জালে বল জড়ান রাকিব। ১-১ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। কর্নার থেকে হেড করেন তপু। জটলার মধ্যে বল পান তারিক কাজী। বলের নিয়ন্ত্রণ নিয়ে বল জালে জড়াতে কোনো ভুল করেননি এই ডিফেন্ডার। শেষ দিকে শেখ মোরসালিন আরও একটি গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

LEAVE A REPLY