আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণভবনে পৌঁছেন তিনি এমানুয়েল ম্যাক্রোঁ। গণভবনের টাইগার গেটে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে ফুল দিয়ে বরন করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তারা দ্বিপাক্ষিক এবং একান্ত বৈঠকে বসেন।
বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ঋণ সহায়তা চুক্তি সম্পন্ন হয়। বিপুল সংখ্যক রোহিঙ্গা আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী বলেন,দুই দেশের মধ্যে শিক্ষা,সংস্কৃতি ও ভাষা বিনিময়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতায় দৃঢ় আস্থা জানিয়েছে ফ্রান্স।জনগনের মৌলিক অধিকার ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশের সাথে কাজ করতে চায় ফ্রান্স জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। বাংলাদেশ ও ফ্রান্সের নতুন কৌশলগত অগ্রযাত্রা আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে জানান তারা।
রোববার রাত সোয়া ৮টার দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ম্যাক্রোঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়। ম্যাক্রোঁর সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনাও।