গত নির্বাচনের তুলনায় এবারে নির্বাচনে জাতীয় পার্টির সংসদ সদস্য অর্ধেকের কম

0
26

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ২৩ জন নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন। আর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য রয়েছেন চারজন।এবারের নির্বাচনে দলটি ১১ আসনে জয়লাভ করেছে।অনেক নাটকীয়তা, দেনদরবারের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছ থেকে ২৬টি আসনে ছাড় পেয়েছিল জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। সব মিলে এবার ২৬৫টি আসনে দলটির প্রার্থী ছিল। শেষ পর্যন্ত ছাড় পাওয়া ২৬ আসনের ১১টিতে জিততে পেরেছেন জাপার প্রার্থীরা। সমঝোতার বাইরে কোনো আসনে দলের প্রার্থী জিততে পারেননি।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী,  রংপুর – ৩ আসনে জাপার চেয়ারম্যান  জি এম কাদের, কিশোরগন্জ- ৩ আসনে মহাসচিব মো. মুজিবুল হক, চট্রগ্রাম – ৫ আসনেম কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ,  এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও-৩), গোলাম কিবরিয়া (বরিশাল-৩), এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫), মো. আশরাফুজ্জামান (সাতক্ষীরা-২), এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১) ও শরিফুল ইসলাম (বগুড়া-২) নির্বাচিত হয়েছেন।

২০১৪ ও ২০১৮ সালেও আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে জাপা নির্বাচন করে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জাপাকে ৩৩টি আসনে জয়ী হয়। ২০১৮ সালের নির্বাচনে সমঝোতার মাধ্যমে জাপা ২৩টি আসন পেয়ে সংসদে বিরোধী দল হয়েছিলো। জাতীয় পার্টির এত কম আসনে জয়লাভ করায় বিরোধী দল নিয়েও চলছে নানান জল্পনা কল্পনা।

LEAVE A REPLY