শপথ নিলেন দ্বাদশ সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা

0
24

দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।আজ বুধবার (১০ জানুয়ারি) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ  নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সকাল ১০টায় শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। অন্যান্য কার্যক্রম শেষে শপথ পাঠ করেন সদস্যরা।
সকাল ১০টার পর সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এই শপথ অনুষ্ঠান শুরু হয়। এর মধ্য দিয়ে একাদশ সংসদ বিলুপ্ত এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো। সকাল ১০টা ৮ মিনিটে শপথকক্ষে প্রবেশ করেন সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হয়। সে অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সদস্যদের  শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন।

LEAVE A REPLY