বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভায় সভাপতির ভাষণে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন , ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।
আজ রবিবার বিকেল পৌনে চারটায় প্রধানমন্ত্রী পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন। দলের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের কাতারে থেকে মানুষের আশা-আকাঙ্ক্ষ পূরণের জন্য কাজ করে। বার বার আওয়ামী লীগের ওপর আঘাত এসেছে। কিন্তু তা সত্ত্বেও আওয়ামী লীগের কোনো ক্ষতি কেউ করতে পারেনি, এই দলকে ঠেকিয়ে রাখতে পারেনি। মুজিব আদর্শের সৈনিকেরা কখনো পরাভব মানে না। মাথানত করে না।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ছেড়ে অনেক নেতা চলে গেছেন। তারা ভুল করেছেন। তারা ভুলে গিয়েছিলেন, তারা আওয়ামী লীগের আলোয় আলোকিত ছিলেন। দল ছেড়ে গিয়ে কেউ রাজনীতির মূলধারায় থাকতে পারেনি। সন্ত্রাস ও জঙ্গীবাদের পৃষ্ঠপোষকরা আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের দল। জনতার সমর্থন নিয়েই এই দল সব ষড়যন্ত্র মোকাবেলা করে যাচ্ছে।আওয়ামী লীগ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না। বাঙালির প্রতিটি অর্জনে একাকার হয়ে আছে আওয়ামী লীগ। পঁচাত্তরের পর একুশ বছর কোনো সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করেনি।
তিনি বলেন, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, ভয় করি না। কিন্তু যতোক্ষণ বেঁচে আছি, দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাবো। দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের জনগণই আমাদের মূল শক্তি। জনতা সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রকারী আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না।