আগামীকাল রোববার থেকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সব শাখা খোলা থাকবে।ব্যাংকের শাখাগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। একই সঙ্গে ব্যাংক শাখাগুলোতে সব স্বাভাবিক লেনদেন চলবে। বাংলাদেশ ব্যাংক আজ সব ব্যাংকের ব্যাংকের কাছে পাঠানো নির্দেশনায় এ বার্তা দিয়েছে।
কারফিউ ও সাধারণ ছুটির কারণে টানা তিন দিন বন্ধের পর গত বুধবার ও বৃহস্পতিবার ব্যাংকগুলোর কিছু শাখা খোলে এবং সীমিত পর্যায়ে কিছু সেবা দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠায় ধীরে ধীরে লেনদেনের সময় ও শাখার সংখ্যা বাড়ানো হচ্ছে।