উত্তরে তাবিথের নির্বাচনী কার্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

0
177

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী কার্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় বাংলামোটরে এফ হক টাওয়ারের নিচে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম আবু জাফর, কার্জন হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম, এস এম হলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, মুহসীন হলের যুগ্ম আহ্বায়ক হাসান, ঢাকা কলেজের যুগ্ম সম্পাদক মাসুদ রানা।

জানা গছে, ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরেই অস্থিরতা বিরাজ করছিল। সম্প্রতি বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়। ওইসব বহিষ্কৃত নেতাদের অনুসারীরা তাদের নির্বাচনী অফিসে এসে প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

LEAVE A REPLY