চট্টগ্রাম সিটি নির্বাচন: মনোনয়নপত্র প্রত্যাহার জাপা প্রার্থীর

0
116

জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

রোববার চসিক নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুপুর ১২টার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে তিনি তার প্রত্যাহারপত্র জমা দেন। এর আগে সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে জানান, কেন্দ্রের নির্দেশেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ সময় সোলায়মান আলম শেঠ বলেন, জনগণের মাঝে জাতীয় পার্টির বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সম্মতিক্রমে এবং আমার ব্যক্তিগত অসুবিধার কারণে মেয়র পদে দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছি। এখানে ভুল বোঝাবুঝির অবকাশ নেই। আশা করি, সবাই ব্যাপারটিকে সুন্দর দৃষ্টিতে দেখবেন।

একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে কোনও চাপ নেই। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছি, তারা বলেছেন– নির্বাচন না করার জন্য।

প্রসঙ্গত, আগামী ২৯ মার্চ ইভিএমে চট্টগ্রাম সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে সোমবার । মেয়র পদে সাতজনের মনোনয়নপত্র বৈধ হয়েছিলো।

LEAVE A REPLY